নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ শনিবার রাত পৌণে দশটা নাগাদ বিশ্রামগঞ্জ মেলা থেকে বাড়ি ফেরার পথে ইটভাট্টায় টিআর-০১-বি-৪৫৮০ নম্বরের একটি বাইক উল্টে যায়৷ তাতে চারজন জখম হয়েছে৷ বাইকে আরোহীসহ চারজন ছিল৷ চালক কবির হুসেন বাইকে তিন যুবতীকে নিয়ে গুলিরাইবাড়ি যা্যয়ার পথে বাইক নিয়ে উল্টে যায়৷ আহত যুবতীরা হলেন ফুলো দেববর্মা (১৯), রূপালী দেববর্মা (১৮), মৌসুমূ বেগম (১৮)৷ যদিও যুবতী তিনজনকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করে ছেড়ে দেওয়া৷ বাইক চালক কবির হুসেনকে জিবি হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক৷ দমকলবাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইকটি থানায় নিয়ে যায়৷
2018-04-01