
বিয়ের দিনক্ষণ যেমন চূড়ান্ত হয়নি, তেমনই চূড়ান্ত হয়নি বিয়ের জায়গা। তবে সূত্রের খবর, বিয়ে হবে অত্যন্ত গোপনে। আর সম্পূর্ণ হিন্দু সংষ্কৃতি মেনে। বিয়েতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন ছাড়া আর কেউ থাকবেন না। তারপর রিসেপশন হবে কিনা সে ব্যাপারে রণবীর-দীপিকা কেউই এখনও সিদ্ধান্ত নেননি। সূত্রের খবর, ‘পদ্মাবত’ মুক্তির সপ্তাহ খানের আগে রণবীর ও দীপিকার বাবা মা তাঁদের বিয়ের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেন। তখন রণবীরের বাবা-মা একটি শাড়ি উপহার দেন দীপিকাকে।