শহর ও নগর এলাকার উন্নয়নে শীঘ্রই রূপরেখা তৈরী করবে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ আগরতলা পুর নিগম এলাকা ও রাজ্যের অন্যান্য শহর ও নগরজুলির জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে নগর

সোমবার বিধানসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ছবি- নিজস্ব৷

উন্নয়ন দপ্তরে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে৷ আগরতলা যেমন স্মার্ট সিটি হিসেবে গড়ে উঠবে তেমনি রাজ্যের অন্যান্য পুর এলাকা ও নগরগুলিকেও উন্নত করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে৷ এবিষয়ে রাজ্য সরকার শীঘ্রই একটি রূপরেখা তৈরী করে রাজ্যবাসীর সামনে রাখবে৷

সোমবার দ্বাদশ বিধানসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বিধায়ক আশিষ কুমার সাহা আনীত একটি রেফারেন্স নোটিশের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, আগরতলা শহর ও রাজ্যের অন্যান্য পুর ও নগর এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে নগরোন্নয়ন দপ্তরে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তিনি এই নোটিশের বিষয়ে সহমত পোষণ করে বলেন, আগরতলা শহরে জল নিষ্কাশনী ব্যবস্থার পর্যালোচনা করতে শীঘ্রই আগরতলা পুর নিগমের সাথে বৈঠক করার হবে৷ যে সমস্ত সমস্যা ও দূর্বলতা রয়েছে  তা বর্ষার াাগেই সমাধানে উদ্যোগ নেবে রাজ্য সরকার৷

উত্থাপিত এই রেফারেন্স নোটিশের বিষয় ছিল, আগরতলা পুর নিগম এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে৷ আলোচনায় অংশ নিয়ে বিধায়ক আশীষ কুমার সাহা বলেন, আগরতলা পুর নিগম ও নগরোন্নয়ন দপ্তর যথাযথ পরিকল্পনা না নিয়েই কর্মসূচী রূপায়ন করেছে৷ তাই বর্ষা মরশুমে আগরতলাবাসীকে নাকাল হতে হয়েছে৷ তিনি আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে একটি দীর্ঘ মেয়াদী মাস্টারী প্ল্যান তৈরী করার উপর গুরুত্বারোপ করেন৷ বিধায়ক শ্রীসাহা আসন্ন বর্ষায় আগরতলা শহরের মানুষ যাতে নূর্ভোগে না পড়েন সেজন্য দ্রুত স্বল্প মেয়ানী পরিকল্পনা গ্রহণের কথাও বলেন৷

মুখ্যমন্ত্রী বলেন, বিগত বর্ষায় আগরতলা শহরের কি অবস্থা হয়েছিল তা নিয়ে তিনি অবগত আছেন৷ সরকার এদিকে নজর রেখেছে৷ আপনারা সরকারের উপর ভরসা রাখুন৷ রাজ্য সরকার দ্রুত স্বল্প মেয়ানী উদ্যোগ নেবে৷ তাঁর কথায়, জল নিষ্কাশনে ৪টি মেশিন রয়েছে৷ আরও ১৬টি মেশিন কেনা হয়েছে৷ শহরে জল নিষ্কাশনীতে ব্যবহৃত মেশিনগুলিতে যে দূর্বলতা আছে তা দ্রুত সংস্কার করা হবে৷ এই রেফারেন্স নোটিশের আলোচনায় অংশ নিয়ে বিধায়ক বিশ্ববন্ধু সেন রাজ্যের বিভিন্ন শহরেও অনুরূপ রূপরেখা তৈরি করার অনুরোধ জানিয়েছেন৷