সপ্তম বেতন কমিশন ঃ বিশেজ্ঞ কমিটির বিজ্ঞপ্তি জারী হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ ৷৷ সপ্তম বেতন কমিশন লাগু করার জন্য বিশেষজ্ঞ কমিটির বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ এই কমিটির চেয়ারম্যান হলেন, অসম সরকারের প্রাক্তন মুখ্যসচিব অবসরপ্রাপ্ত আইএএস পি পি ভার্মা৷ অন্য দুই সদস্যরা হলেন, রাজ্য সরকারের নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব মনোজ কুমার এবং অর্থ দফতরের অতিরিক্ত সচিব পি আর ভট্টাচার্য৷ বিজ্ঞপ্তি জারি হওয়ার ৯০ দিনের মধ্যে এই কমিটিকে প্রস্তাব জমা দেওয়ার জন্য বলা হয়েছে৷ এই কমিটি মূলত সপ্তম বেতন কমিশন অনুসারে বেতন ভাতার কাঠামো নির্ধারন করে রাজ্য সরকারকে প্রস্তাব দেবে৷ বেতন ভাতা বৃদ্ধির ক্ষেত্রে নয়া ফর্মুলাও এই কমিটি স্থির করে দেবে৷ এরই সাথে নূন্যতম বেতন কাঠামো কমিটির সুপারিশ মেনেই কার্যকর করা হবে৷ আরোও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে৷ রাজ্য সরকারের বিভিন্ন দফতরে গ্রুপ-ডি পদ রাখা উচিত কি না, তাও এই কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে জানাবে৷

স্থির বেতন সহ চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতনভাতা ও সাম্মানিক নয়া কাঠামো অনুসারে স্থির করে দেওয়ার জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ এরই সাথে অঙ্গনওয়ারি কর্মী, সহায়িকা এবং পাম্প অপারেটরদের বেতন ভাতা ও সাম্মানিক একইভাবে স্থির করে দিতে বলা হয়েছে৷ পেনশনারদের কিভাবে সুবিধা দেওয়া উচিত তাও কমিটিকে প্রস্তাব দিতে হবে৷

মহার্ঘভাতা কিভাবে এবং কোন ফর্মুলা মেনে ভবিষ্যতে দেওয়া উচিত তাও কমিটিকে জানাতে বলা হয়েছে৷ সপ্তম বেতন কমিশন লাগু করার ক্ষেত্রে রাজ্য সরকারের আর্থিক দায়বদ্ধতা জানাতেও বলা হয়েছে কমিটিকে৷ কমিটি অর্থ দফতরের সাথে আলোচনাক্রমে তা স্থির করবেন৷ এই সমস্ত কাজ বিজ্ঞপ্তি জারি হওয়ার ৯০ দিনের মধ্যে সমাপ্ত করার জন্য কমিটিকে অনুরোধ জানানো হয়েছে৷