BRAKING NEWS

বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ আবারও এক বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু৷ দক্ষিণ জেলার সাব্রুমের ছোটখিল এলাকায় এক জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ জানা গিয়েছে, ঐ বিএসএফ জওয়ানের নাম যশবন্ত সিং৷ বয়স আনুমানিক ৫০৷ তিনি ৩১ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল৷ রবিবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ছোটখিল বিওপিতেই৷ ওয়াচ টাওয়ানের নিচে থেকে মৃতদেহ উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ খবর দেওয়া হয় সাব্রুম থানার পুলিশকে৷ মৃত জওয়ানের নাকে, মুখে আঘাতের চিহ্ণ রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *