৪,০৫৭.১৯ কোটি টাকার ভোট অন অ্যাকাউন্ট পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ ৷৷ ২০১৮-১৯ অর্থ বছরের প্রথম তিনমাসের জন্য রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থ মন্ত্রী যীষ্ণু দেববর্মা শুক্রবার বিধানসভায় ৪০৫৭.১৯ কোটি টাকার ভোট অন একাউন্ট পেশ করেছেন৷ এছাড়াও তিনি ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১১৬১.৩৫ কোটি টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবীও পেশ করেছেন৷

এদিন বিধানসভায় অর্থমন্ত্রীর কথায়, অর্থের সংস্থান না রেখেই বিগত সরকার বাজেট পেশ করেছিল৷ তাই, বাজেটে ঘাটতি দেখা দেয়৷ এজন্য আজ বিধানসভায় ২০১৭-১৮ অর্থবছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করতে হয়েছে৷

বিধানসভার অধিবেশন শেষে উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, রাজ্য সরকার একটি বাস্তব সম্মত রিভাইসড এস্টিমেট তৈরী করেছে৷ ২০১৭-১৮ অর্থ বছরে সেন্ট্রাল প্ল্যান এসিস্টেন্সের অন্তর্গত অর্থ কম বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, ঘাটতি মেটাতে অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবী বিধানসভায় পেশ করা হয়েছে৷ তাঁর কথায়, ২০১৭-১৮ অর্থ বছরের রাজ্য বাজেট পেশ করা হয়েছিল ১৫৯৫৬.৫৬ কোটি টাকা৷ কিন্তু, সংশোধীত বাজেটে তা কমে দাঁড়িয়েছে ১৪২৯৭ কোটি টাকা৷

তাঁর দাবি, আমরা রাজ্যের আর্থিক অবস্থার পর্যালোচনা করে একটি শ্বেতপত্র প্রকাশ করেছি৷ আমরা রাজ্যবাসীকে একটি জনমুখী, স্বচ্ছ ও ব্যতিক্রমী সরকার দিতে চাইছি৷ এদিন সাংবাদিকদের সাথে কথা বলার সময় কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু তাঁর সাথে উপস্থিত ছিলেন৷ অর্থ দপ্তরের প্রধান সচিব জানিয়েছেন, সেন্ট্রাল প্ল্যান এসিস্টেন্সের অন্তর্গত ২৫২৪ কোটি টাকা আসবে বলে ধারণা করা হচ্ছে৷