নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনা অনেক জায়গা থেকে আসছে৷ কাঞ্চনপুরে সিপিএম পার্টি অফিস আক্রান্ত হয়েছে৷ হামলায় আহত দুইজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এদিকে, সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলীর পক্ষ থেকে এক বিবৃতিতে সমস্ত অংশের গণতন্ত্রপ্রিয় মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী হতে৷
বিবৃতিতে বলা হয়েছে, আজ বিকেলে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার লালজুড়িতে নির্বাচনোত্তর সন্ত্রাসে বন্ধ খাকা সি পি আই(এম) লোক্যাল কমিটির অফিসটি পার্টির নেতা ও কর্মীরা বিকেল ৩টা নাগাদ খুলে বসেছিলেন৷ সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির দুই সদস্য তথা কাঞ্চনপুর মহকুমা কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষঞ্জেদজ্ঝর সদস্য ললিত দেবনাথ পার্টির স্থানীয় নেতা ও কর্মীদের সাথে বৈঠক করে বিকেল ৪টা নাগাদ কাঞ্চনপুর ফেরার জন্য রাস্তায় নেমে এলে রাজ্যের নয়া শাসক দল বিজেপি’র স্থানীয় নেতা নির্মল নমঃ শুধাংশু নাথ ও ভুপেষ ভৌমিকের নেতৃত্বে বিজেপি কর্মীরা সি পি আই (এম) নেতাদের ঘেরাও করে কেন পার্টি অফিস খোলা হলো তা জানতে চায় এবং তাদের আক্রমণের চেষ্টা করে৷ রাজেন্দ্র রিয়াং এবং ললিত দেনবাথ কোনক্রমে লালজুড়ি পার্টি অফিসে ফিরে এলে বিজেপি কর্মীরা হিংস্র উন্মত্ততায় পার্টি অফিসের ওপর আক্রমণ চালায়৷ দুর্বৃত্তরা সি পি আই (এম) মহকুমা কমিটির সদস্য মনীন্দ্র নাথ এবং অরুণ দাসের মাথায় আঘাত করে গুরুতর আহত করে৷ আরও কয়েকজন পার্টি কর্মী আহত হন৷ পুলিশকে জানানোর পর এস ডি পি ও, এ সি এসে গুরুতর আহত মনীন্দ্র নাথ ও অরুন দাসকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ পরে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
আজ ত্রিপুরার নতুন বিধানসভার প্রথম অধিবেশনে রাজ্যপালের ভাষণের কয়েক ঘন্টা পর স্বীকৃত জাতীয় রাজনৈতিক দল সি পি আই (এম)’র লালজুড়ি অফিস এবং নেতা – কর্মীরা শাসক দল বিজেপি’র হিংস্র আক্রমণের শিকার হন৷
গত রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়িতে সি পি আই (এম) শান্তিরবাজার মহকুমা সম্পাদকমন্ডলী এবং দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির সদস্য কমল সরকারের বাড়িতে বিজেপি কর্মী সমর্থকরা হামলা ও ভাঙচুর চালায়৷
সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী লালজুড়িতে সি পি আই (এম) অফিস এবং নেতা-কর্মীদের ওপর বিজেপি’র ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, কমল সরকারের বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে৷ গত ৯ মার্চ নতুন সরকার গঠিত হবার দু’সপ্তাহ পরও সন্ত্রাস বন্ধের কোন লক্ষণ নেই৷ মুখ্যমন্ত্রীর তরফ থেকে এসব আক্রমণের নিন্দা-প্রতিবাদ করে একটি বিবৃতিও নেই৷
সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী সংগঠন করার, স্বাধীন মত প্রকাশের সাংবিধানিক-গণতান্ত্রিক অধিকারের ওপর বিজেপি’র ফ্যাসিস্ট সুলভ হামলা এবং তাতে সরকারের মদতের বিরুদ্ধে প্রতিবাদী হতে সমস্ত অংশের গণতন্ত্রপ্রিয় মানুষের প্রতি আহ্বান জানাচ্ছে৷

