BRAKING NEWS

জাতীয় নির্বাচনে বড় ভূমিকা নিতে ফের রাজনীতির ময়দানে প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদ

ঢাকা, ২৪ মার্চ (হি.স.) : এবার জাতীয় নির্বাচনে বড় ভূমিকা নিতে ফের রাজনীতির ময়দানে নেমে পড়লেন প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মহম্মদ এরশাদ৷ শনিবার ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় পার্টির সমাবেশে ক্ষমতায় আসার ডাক দিয়েছেন এরশাদ৷ তিনি বলেন, ‘আজ এই জনসমুদ্রে আমি হাজির হয়েছি আপনাদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে। এ বার্তা ইতিহাস গড়ার, ইতিহাস সৃষ্টি করার। আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার।’ প্রায় পঁয়ত্রিশ বছর পর এমনই দিনে নিজেদের শক্তি পরীক্ষা করতে মরিয়া প্রাক্তন ‘প্রবীণ সেনাশাসক’ তথা প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ৷
সমাবেশ শুরুর আগে বিশেষ অনুষ্ঠানে প্রথমে কোরান ও পরে গীতা পাঠ করা হয়৷ এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে রাজনৈতিক সমাবেশ শুরু করে জাতীয় পার্টি৷ বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে বর্তমানে ক্ষমতাসীন আওয়ামি লিগ বনাম বিএনপির দ্বিপাক্ষিক লড়াই দেখা গিয়েছে৷ এবার এর সঙ্গে দুটি পক্ষের জোটে আছে অন্যান্য দলগুলি৷ আর তৃতীয় শক্তি হিসেবে ফের জাতীয় রাজনীতিতে মাটি শক্ত করতে নেমেছে জাতীয় পার্টি৷ বর্তমান জাতীয় সংসদে জাপা হল প্রধান বিরোধী দল৷ আর বিরোধী দলনেত্রী হলে এরশাদের স্ত্রী রওশন এরশাদ৷ এদিনের সমাবেশে অংশ নিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে এসেছেন জাতীয় পার্টি ও সম্মিলিত জোটের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
১৯৮২ সালের ২৪ মার্চের দিনেই বাংলাদেশে আরও একবার সেনা শাসনে চলে গিয়েছিল৷ অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মহম্মদ এরশাদ৷ আর পঁয়ত্রিশ বছর পর এমনই দিনে নিজেদের শক্তি পরীক্ষা করতে মরিয়া হলেন তিনি৷ গত নির্বাচনে রিগিংয়ের অভিযোগে এরশাদের নেতৃত্বে জাপার একটি অংশ নির্বাচন বয়কট করে৷ অন্য অংশটি সরাসরি জাতীয় সংসদে রওশন এরশাদের নেতৃত্বে বিরোধী দলের মর্যাদা পায়৷ কারণ গতবার জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল খালেদা জিয়ার বিএনপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *