নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ মার্চ৷৷ বেপরোয়া লরির ধাক্কায় এক পথচারীর মর্র্মান্তিক মৃত্যু হয়েছে৷ শুক্রবার সন্ধ্যায় খোয়াই থানা এলাকার পদ্মবিল বাজারের সন্নিকটে ভয়াবহ দুর্ঘটনায় নৃপেন্দ্র দেববর্মা নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ পশাপাশি গাড়ি চালাক ও ২ জন মহিলা সহ ৩ জন গুরুতর জখম হন৷ ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে টিআর০১এফ-১৬৯৬ লরি দ্রুত বেগে পদ্মবিল বাজারের দিকে আসার সময় তিন জন পথচারীকে ধাক্কা দেয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় নৃপেন দেববর্মা নামে ৪৫ বছরের এক ব্যক্তির৷ এছাড়া বিচিত্রা দেববর্মা (৫৫), স্বরণী দেববর্মা (৪৮) এবং ঘাটত গাড়ির চালক লিটন দাস মারাত্মক জখম হয়৷ তাদের তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে নৃপেন দেববর্মাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা৷ অপরদিকে আঘাত গুরুতর হওয়ায় রাতেই জিবি স্থানান্তর করা হয় বিচিত্রা দেববর্মা ও গাড়ি চালক লিটন দাসকে৷ প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দুর্ঘটনার পর উন্মত্ত জনতা গাড়ি চালককে গণধোলাই দিয়ে ট্রাক গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও টিএসআর৷ এলাকায় প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷
2018-03-24

