বেঙ্গালুরু, ২১ মার্চ (হি.স.): নির্বাচন বড় দায়। তাই কর্ণাটকের মন্দিরগুলিতে পুজো দিয়ে বেড়াচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। চলতি বছরেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তাই বিজেপিকে টেক্কা দিতে মন্দির রাজনীতির দ্বারস্ত হলেন তিনি।
বুধবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে নিয়ে চিকমাঙ্গালুর জেলার শ্রীনগেরি সারাদ্মাবা মন্দিরে পুজো দেন রাহুল গান্ধী। এছাড়াও চিকমাঙ্গালুরু রাজীব গান্ধী সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শ্রীনগেরি মুট্টুর শঙ্করাচার্য ভারতী তীর্থ স্বামীর সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি। বিকেলের দিকে একটি জনসভাতেও ভাষণ দেবেন রাহুল গান্ধী। এই মন্দির সফর প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, জন আর্শিবাদ যাত্রা উপলক্ষ্যে চিকমেঙ্গালুর এবং হাসানের জনসভায় বক্তব্য রাখব। এছাড়াও শ্রীনগেরি মুট্টু এবং রাজীব গান্ধী সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যাব।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে দক্ষিণ ভারতের নিজেদের শেষ গঢ় কর্ণাটকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া কংগ্রেস।