নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): দিল্লি বিধানসভা ভবনে আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ছুটির দিন হওয়া বিধানসভা বন্ধ ছিল। তাই বড় ধরণে দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানা গিয়েছে।
এদিন বিধানসভা ভবনের জেনারেটর রুমের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বেরতে দেখা মাত্রই খবর দেওয়া হয় দমকলে। দিল্লির দমকলের তরফ থেকে জানানো হয়েছে সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগার খবর তাদের কাছে আসে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। বেলা ১১টা ৩০মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল। এই অগ্নিকণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে। কি কারণে আগুন লেগেছে তার তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে কোনও অন্তঘার্ত রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে।