রাজপথে রিকশা সওয়ারী মহিলা আইনজীবীর অর্ধলক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলার নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ণচিহ্ণ তৈরি হয়েছে৷ রাজপথ থেকে মহিলা আইনজীবীর অর্থ ছিনতাই করা হয়েছে৷ যদিও সংশ্লিষ্ট ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ বৃহস্পতিবার রাতে রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে৷ রাজ্যের বিশিষ্ট মহিলা আইনজীবী পুষ্পিতা চক্রবর্তী রিকশা চেপে বাড়িতে আসছিলেন৷ তখন মহিলা মহবিদ্যালয় সংলগ্ণ লোকনাথ আশ্রম এবং শ্রীকৃষ্ণ মন্দিরের মাঝামাঝি স্থানে কতিপয় মোটর সাইকেল আরোহী আচমকা ছুটে এসে পুষ্পিতাদেবীর টাকা ভরতি ব্যাগ ছিনিয়ে নেয়৷ ব্যাগে তখন ৫০ হাজার টাকা ছিল৷

রিকশা চালক এবং মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন৷ কিন্তু মোটর সাইকেল আরোহীদের আটকাতে ব্যর্থ হন তাঁরা৷ কিন্তু কয়েকজন প্রত্যক্ষদর্শী মোটর সাইকেলের নম্বর দেখতে পেয়েছেন৷ বৃহস্পতিবার রাতে সংগঠিত এই ঘটনার অব্যবহিত পরেই পূর্ব আগরতলা থানাকে এ বিষয়ে অবহিত করা হয়৷ কিন্তু পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতেদ পারেনি৷ তবে ঘটনাস্থল থেকে থানার দূরত্ব ২০০ মিটারেরও কম বলে জানা গেছে৷