কাঠমান্ডু(নেপাল), ২৩ ফেব্রুয়ারি (হি.স.): আগামী মাসে নেপালে অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার নেপালের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচন মার্চ মাসের ১৩ তারিখে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত বিগত এক সপ্তাহ ধরে নেপালের বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে নেপালের নির্বাচন কমিশন। এই বিষয়ে নেপাল নির্বাচন কমিশনের মুখপাত্র নবরাজ ধাকাল জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ড. আয়ুধী প্রসাদ যাদবের নেতৃত্বে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ সংক্রান্ত বৈঠক হয়। তাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পেশের শেষ তারিক ৭ মার্চ। ১৩ মার্চ সকাল ১০ থেকে ভোট গ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ পর্ব শেষ হবে বিকেল ৪টের সময়। এই নির্বাচনে ভোট দেবে নেপালের সংসদের সাংসদেরা এবং নেপালের প্রভিনশিয়্যাল কাউন্সিলের সদস্যরা । সংসদের ভোটের মূল্য ৭৯ এবং প্রভিনশিয়্যাল কাউন্সিলের সদস্যদের ভোটের মূল্য ৪৮। রাষ্ট্রপতি নির্বাচনের এক সপ্তাহ পরে উপ-রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।