মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতির ঘটনায় বিলাসবহুল গাড়ির পর এবার ধনকুবের হীরে ব্যবসায়ী নীরব মোদীর কোম্পানির ৩০ কোটি টাকা ব্যালেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ১৩.৮৬ কোটি টাকার শেয়ার| এখানেই শেষ নয়, ইডি-র তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে ১৭৬টি স্টিলের আলমারি এবং ৬০টি প্লাস্টিকের কন্টেনার| উদ্ধার হয়েছে বহু মূল্যবান হাত ঘড়ি|
উল্লেখ্য, বৃহস্পতিবারই নীরব মোদী ও তাঁর সংস্থার ৯টি গাড়ি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| বাজেয়াপ্ত ৯টি গাড়ির মধ্যে একটি রোলস রয়েস ঘোস্ট (দাম সাড়ে পাঁচ কোটি), দু’টি মার্সিডিজ বেঞ্জ জিএল ৩৫০ সিডিআই, একটি পোরসে পানামেরা, ৩টি হোন্ডা গাড়ি, একটি টোয়োটা ফরচুনার এবং একটি টোয়োটা ইনোভা| ৯টি গাড়ি বাজেয়াপ্ত করা ছাড়াও নীরব মোদীর মিউচুয়াল ফান্ড ও শেয়ার (মূল্য ৭.৮০ কোটি) এবং মেহুল চোকসি গোষ্ঠীর মালিকানাধীন মিউচুয়াল ফান্ড ও শেয়ার (মূল্য ৮৬.৭২ কোটি) বাজেয়াপ্ত করেছে ইডি|