BRAKING NEWS

স্ত্রীর অভিযোগ অমানবিক নির্যাতনের, স্বামীর বক্তব্য অভিনয় করছে, ধন্দে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে পুণরায় গৃহবধূর নির্যাতন৷ স্বামীর নির্যাতন থেকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে খবর দেয়

রীতা বড়া সন্তানদের নিয়ে হাজির হন কদমতলা থানায়৷ ছবি নিজস্ব৷

পুলিশকে৷ অবশেষে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত স্বামীকে আটক করে কদমতলা থানাায় নিয়ে যায়৷ প্রাায় পাঁচ বছর পূর্বে প্রেম নিবেদনে বিয়ে হয়েছিল উত্তর জেলার কদমতলা থানাধীন সরসপুর এলাকার সজল দেবের সাথে অসমের জোরহাট জেলার ডগাও গ্রামের রিতা বড়ার৷ বিয়ে হবার পর অনেকদিন তাদের দাম্পত্য জীবন সুখের থাকলেও তিন চার বছর যাবত স্বামী সজল দেব স্ত্রী রীতা বড়ার উপর অমানবিক নির্যানত চালিয়ে আসছিল৷

মঙ্গলবার রাতেও স্বামী সজল দেব অমানবিক নির্যাতন চালায় স্ত্রীর উপর৷ স্থানীয় জনগণ একত্রিত হয়ে রাতেই পাষন্ড স্বামী সজল দেবের কাজ থেকে রীতা বড়াকে উদ্ধার করে পুলিশ প্রশাসনকে খবর দেন৷ কদমতলা  থানার পুলিশ সরসপুরের টেকনি এলাকায় এসে স্ত্রী রীতকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে রীতার বাপের বাড়িতে খবর দেয়৷ তাদের ছোট ছোট ছেলেমেয়েকে কদমতলা থানায় রাখা হয়েছে৷ এদিকে, স্বামীর শারিরীক নির্যাতনে গুরুতরভাবে আহত স্ত্রী রীতা বড়া জানায় যে- সে তার ছেলে মেয়েকে নিয়ে জোরহাটের বাপের বাড়িতে যেতে চায়৷ সে আর স্বামীর ঘরে থাকতে চায় না- কারণ স্বামী তাকে মেরে ফেলবে৷ কিন্তু, স্বামী সজল দেবের সাফাই সে মারধর করে না৷ স্ত্রী অভিনয় করছে বলে অভিযোগ করেন৷ অপরদিকে কদমতলা থানার ওসি বাবুল দাস জানান, রীতা বড়ার ভাইয়ের সাথে কথা বলেছেন এবং স্বামীকেও আটক করেছেন৷ এমনকি পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *