নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ গোমতী জেলার অমরপুরের মৈলাক গ্রামে এক ব্যক্তির মৃত্যু রহস্য ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃতের নাম রাজীব শীল৷ তিনি সেলুনে কাজ করে জীবিকা নির্বাহ করেন৷ স্ত্রী পুত্রকে নিয়ে সংসার৷ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মঙ্গলবার সকালে নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়৷ এটি আত্মহত্যা না হত্যাকান্ড তা নিয়ে স্থানীয় জনমনে চাঞ্চল্য তীব্র আকার ধারণ করেছে৷ স্থানীয় জনগণের অভিযোগ মূলে পুলিশ মৃতের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷ স্ত্রীর সহযোগেই হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে৷ মৃতের স্ত্রীর বক্তব্য ও চার বছর বয়সী পুত্রের বক্তব্যে যে ফারাক মিলেছে তা থেকে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে৷ প্রণয়ঘটিত কোন ঘটনার জেরেই রাজীব শীল নামে ঐ ব্যক্তিকে নিজ ঘরে হত্যা করে মৃতদেহটি নিজ ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিক আশঙ্কা স্থানীয় মানুষের৷ মৃতের স্ত্রী জানান স্বামীকে কোর্টে হাজিরা দিতে যাবার জন্য তৈরী হওয়ার কথা বলে তিনি নাকি পাশের বাড়িতে চলে গিয়েছিলেন৷ পক্ষান্তরে, মৃতের চার বছর বয়সী পুত্র জানায় তার বাবা যখন ঘরে ছিল তখন তার মা ছিল ঘরের বাইরে একটি গাছতলায়৷ তার পাশের বাড়ির এক মেসোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল মা৷ ছেলেটি ঘরে ঢুকে একজন লোককে দেখতে পায়৷ লোকটি কোন কথা বলছিল না৷ অবোঝ বালকটির বক্তব্য থেকে আঁচ মিলেছে তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত হলে অনায়াসে আসল রহস্য বেরিয়ে আসবে৷
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৈলাক এলাকায় তীব্র উত্তেজনা ও স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়৷ উত্তেজিত জনতা মৃতের স্ত্রীকে বেধরক মারধর করে৷ এমনকি, গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর জখম করে৷ পুলিশ এসে মহিলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়৷