নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানকেই নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| বুধবার তিনি ট্যুইট করে বলেছেন, ‘প্রধান মন্ত্রী যখন দেশের মানুষের মন বোঝেন তখন তার মন কি বাত অনুষ্ঠানে কেন রাফায়েল চুক্তি এবং ব্যাঙ্ক দুর্নীতি নিয়ে একটি কথা বলছেন না কেন!
সম্প্রতি পিএনবি দুর্নীতির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নীরব থাকার প্রসঙ্গে এদিন মোদীকে কটাক্ষ করেন রাহুল| রাহুল বলেন, নীরব মোদী প্রায় ২২ হাজার কোটি টাকার দুর্নীতি ও ৫৮,০০০ কোটির রাফাল দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রীর জনতার সামনে বিবৃতি দেওয়া উচিত|
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তাঁর মাসিক রেডিও আলাপচারিতা ‘মন কি বাত’-এর জন্য দেশের মানুষের পরামর্শ চেয়ে থাকেন। তকেই ফের কটাক্ষ করলেন রাহুল। রাহুল আরও লিখেছেন ছাত্রদের পরীক্ষায় পাস করার পরামর্শ দিতে গিয়ে ২ ঘণ্টা কথা বলেন প্রধানমন্ত্রী। আর ২২ হাজার কোটি টাকার পিএনবি দুর্নীতি নিয়ে ২ মিনিট বলেন না কেন!
মঙ্গলবার মেঘালয়ে ভোটের প্রচার গিয়েও একদফা প্রধানমন্ত্রকে বিঁধেছেন রাহুল। তিনি বলেন, ‘বিজয় মালিয়া বা নীরব মোদীর মতো লোকজন যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তাদের দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে সরকার।