BRAKING NEWS

শিমলার লাক্কর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৮টি দোকান

শিমলা (হিমাচলপ্রদেশ), ২০ ফেব্রুয়ারি (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত লাক্কর বাজারের ৮টি দোকান। সোমবার গভীর রাত ১২টা নাগাদ আগুন লাগে শিমলা শহরের লক্কর বাজারের একটি দোকানে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়ে পাশের দোকান গুলিতেও। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। এছাড়াও বালুগঞ্জ এবং ছোট শিমলা এলাকা থেকেও দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে দমকলকে বেশ বেগ পেতে হয়। প্রায় ৪ থেকে ৫ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয় দমকল। মঙ্গলবার সকালবেলাতেও ওই এলাকায় দমকলের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
আগুন নিভে গেলেও ভস্মীভূত হয়ে গিয়েছে লাক্কর বাজারের ৮টি দোকান। দমকলবাহিনীর তৎপরতার জন্যই পাশে থাকা বেসরকারী ব্যাঙ্কের এটিএমে আগুন লাগেনি। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। কিন্তু দমকলের তৎপরতার জন্য তা এড়ানো গিয়েছে। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমিক তদন্তের পরে দমকলের তরফ থেকে জানানো হয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে একটি দোকানে। পরে তা অন্য দোকানগুলিতেও ছড়িয়ে যায়। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। কিন্তু কয়েক লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, শিমলার শহরের রিডজি ময়দানের কাছে অবস্থিত লাক্কর বাজার কাঠের তৈরি হস্তশিল্পের জন্য বিখ্যাত। প্রতিদিনই কয়েক হাজার পর্যটক এই বাজারে ভিড় করে। এই অগ্নিকাণ্ডের ফলে স্বাভাবিক ছন্দ ফিরতে সময় লাগবে মত স্থানীয় ব্যবসায়ীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *