মুম্বই, ২০ ফেব্রুয়ারি (হি.স.): বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত পদ্মাবত। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার পরে চার সপ্তাহ কেটে গিয়েছে। তার মধ্যে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের প্যাডম্যান এবং সিদ্ধার্থ মালহোত্রার আইয়ারি। কিন্তু কোনও কিছুই পদ্মাবতের জৌলুসকে ম্লান করে দিতে পারেনি। এখনও পর্যন্ত ২৭৬.৫০ কোটি টাকা আয় করেছে পদ্মাবত। সূত্রের দাবি খুব তাড়াতাড়ি ৩০০ কোটি টাকার গণ্ডিও পেরিয়ে যাবে পদ্মাবত। মুক্তির প্রথম সপ্তাহে পদ্মাবতের আয় ছিল ১৬৬.৫০ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে ৬৯.৫০ কোটি। তিন নম্বর সপ্তাহে ৩১.৭৫ কোটি টাকা এবং চতুর্থ সপ্তাহে ৮.৭৫ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২৭৬.৫০ কোটি আয় করেছে পদ্মাবত।
প্রসঙ্গত ১৯০ কোটি টাকা খরচ তৈরি করা পদ্মাবতের মুক্তি পাওয়ার কথা ছিল পয়লা ডিসেম্বর। কিন্তু কিছু রাজপুত সংগঠনের বিরোধীতার ফলে সিনেমাটির মুক্তি দিন পিছিয়ে যায়। অবশেষে একাধিক দৃশ্য বাদ দিয়ে এবং নাম পাল্টে ২৫ শে জানুয়ারি মুক্তি পায় পদ্মাবত। দীপিকা পাডুকোন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, রণবীর সিং, রাজা মুরাদ।