মুম্বই, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রে| অকালেই চলে গেল পাঁচটি প্রাণ| পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রের কোলাপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল পাঁচজন পড়ুয়ার| ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ পড়ুয়ার মৃত্যুর পাশাপাশি কমবেশি আহত হয়েছেন অন্তত ২৯ জন| সোমবার দুর্ঘটনাটি ঘটেছে কোলাপুর জেলায়, পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর নাগাঁও ফাটা গ্রামের কাছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ছত্রপতি শিবাজী মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকালে ট্রাকে চেপে সাঙলি অভিমুখে যাচ্ছিলেন অন্তত ৪৪ জন পড়ুয়া| নাগাঁও ফাটা গ্রামের কাছে পড়ুয়াবোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি| এছাড়াও দু’টি মোটরবাইকেও ধাক্কা মারে ঘাতক গাড়িটি|
সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় অন্তত ৩৪ জন পড়ুয়াকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচজন পড়ুয়াকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ২৯ জন হাসপাতালে চিকিত্সাধীন| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|