BRAKING NEWS

ডোকলাম ইস্যুতে ভুটানে গোপন বৈঠক সারলেন সেনাপ্রধাান-জাতীয় নিরাপত্তা অাধিকারিক

থিম্পু, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ভুটান গিয়ে গোপন বৈঠক করে এলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত, বিদেশ সচিব বিজয় গোখেল ও জাতীয় নিরাপত্তা অাধিকারিক অজিত দোভাল। ভারতের তিন শীর্ষ ব্যক্তি ভুটানে গিয়ে ভুটানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক আলোচনাও হয়। সেই বৈঠকে অবশ্যও ডোকলাম নিয়েও আলোচনা হয়েছে।
ডোকলাম উপত্যকায় চিনের সামরিক সাজসজ্জা নিয়েই আলোচনা হয়েছে দুই দেশের। গত ৬ ও ৭ ফেব্রুয়ারির মধ্যেই এই বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। এই প্রথমবার উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে ভুটান গেলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ভুটানের সঙ্গে চিনের কোনও কূটনৈতিক বন্ধুত্ব নেই। বরং ভারতের সামরিক সাহায্যেই রয়েছে ভুটান। ওই গোপন বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রক ও সেনাবাহিনীর আরও অনেক গুরুত্বপূর্ণ আধিকারিক। সম্প্রতি স্যাটেলাইট ছবিতে প্রকাশ, সাতটি পয়েন্টের মধ্যে মাত্র তিনটি থেকে তারা সরে গিয়েছে। খাম্বা জং, ত্রাকসিং গোম্পা, তুনা, শুপ্রা, ফারি জং ও ডোকালা- এই পয়েন্টগুলিতেই সংঘাতের সময় উপস্থিত ছিল চিনের সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *