নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ মেলাঘরের বানিয়াছড়া এলাকায়চ আজ ধসচাপায় ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতেরা হল বিশ্বজিৎ সরকার (৮) ও টিটন সরকার (১২)৷ জানা যায়, মেলাঘরের বানিয়াছড়া এলাকায় ড্রজার দিয়ে মাটি কাটার কাজ চলছিল৷ শিশুরা যখন সেখান দিয়ে যাচ্ছিল তখনই মাটি ধসে পড়ে৷ ধসের নিচে চাপা পড়ে দুই শিশু৷ সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়৷ কিন্তু জীতিব অবস্থায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি৷ ধস চাপায় দুই শিশুর মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷
প্রসঙ্গত, প্রায়শই ঝুকিপূর্ণ জায়গাগুলিতে ড্রজার দিয়ে মাটি কাটা হয়৷ অনেক সময় মাটি ধসে পড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটে৷ এক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে তেমন কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না৷ বিশেষ করে বিভিন্ন নির্মাণ সংস্থার সাথে যুক্ত শ্রমিকরা ড্রাজার দিয়ে মাটি কাটা ও ভরাটের ঝুকিপূর্ণ কাজ করেন৷