নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী।। নির্ধারিত সময়েই শুরু হয়েছে ভোট। তবে, বেশ কিছু ভোট কেন্দ্রে ইভিএম গোলযোগ দেখা দিয়েছে। তাতে, নির্দিষ্ট সময়ের অনেক দেরিতে ভোট শুরু হয়। ভোটারদের এজন্য দীর্ঘ লাইনে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে।
সূর্যমণিনগর, বাধারঘাট, খোয়াই এবং কমলপুর বিধানসভা কেন্দ্রে কয়েকটি বুথে ইভিএম গোলযোগ দেখা দিয়েছিল। কয়েকটি ইভিএম বদল করতে হয়েছে।
নির্বাচন দপ্তরের জনৈক আধিকারিকের বক্তব্য, প্রিসাইডিং অফিসারের গাফিলতির কারনেই এই সমস্যা হয়েছে। ইভিএম কমিশনিং এর সময় ঠিকভাবে পরীক্ষা করে নিলেই ভোটের সময় সমস্যা হতো না।
তবে, সারা রাজ্যেই ভোট শান্তিপূর্ণভাবেই চলছে।
2018-02-18