মেক্সিকো সিটি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ফের ভূমিকম্পের আতঙ্ক| এবার জোরালো-শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেক্সিকো| ভূকম্পন অনুভূত হয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতেও| স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৫.৩৯ মিনিট নাগাদ ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্যাসিফিক উপকূল| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২| প্রথম ভূকম্পনের ঘন্টাখানেক পরে ৫.৯ তীব্রতার আফটার শক অনুভূত হয়েছে| ভূমিকম্পের উত্সস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াকক্সা রাজ্যের পিনোটেপা শহর থেকে ৩৩ মাইল উত্তর-পূর্বে (মেক্সিকো সিটি থেকে ২২৫ মাইল দক্ষিণে), ভূপৃষ্ঠ থেকে ১৫.৩ মাইল (২৪.৬ কিলোমিটার) গভীরে| যদিও জোরালো এই কম্পনে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূকম্পনের ঝাঁকুনিতে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াকক্সা রাজ্যে অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্ক-প্রাণভয়ে বহু মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৫.৩৯ মিনিট নাগাদ ৭.২ তীব্রতার ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্যাসিফিক উপকূল| ৭.২ তীব্রতার ভূকম্পনের ঘন্টাখানেক পরে ৫.৯ তীব্রতার আফটার শক অনুভূত হয়েছে| ভূকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, জোরালো ভূমিকম্পে সুনামির কোনও সম্ভাবনা নেই|
ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণে বাঁচার তাগিদে বহু মানুষ ঘর-বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান| আতঙ্কিত মানুষদের মধ্যে অনেকেই বলতে থাকেন, ‘ভগবান, আবার নয়|’ ভূমিকম্পের পরপরই বিদু্যত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাজধানী মেক্সিকো সিটি সহ চারটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে| প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূকম্পনের ঝাঁকুনিতে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াকক্সা রাজ্যে অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| রাষ্ট্রপতির মুখপাত্র এডুয়ার্ডো সানচেজ জানিয়েছেন, ভূমিকম্পের ঘন্টাদুয়েক পরও প্রাণহানির কোনও খবর নেই|
উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেক্সিকো| সেবার ভূমিকম্পের ঝাঁকুনিতে লণ্ডভণ্ড মেক্সিকোয় মৃত্যু হয়েছিল ৩৭০ জনের| শুক্রবার সন্ধ্যার ভূমিকম্পে অবশ্য প্রাণহানির কোনও খবর নেই| তবে, ভূকম্পন অনুভূত হতেই ঘর-বাড়ি কাঁপতে শুরু করে| বহু মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন|