মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্ন দেখিয়ে ছিলেন ‘না খাবো না খেতে দেব’| অথচ এখন সাধারণ মানুষও ব্যাঙ্কে যেতে ভয় পাচ্ছেন| কিন্তু, ললিত মোদী, নীরব মোদী, বিজয় মালিয়া সবাই সরকারের নাকের ডগা থেকে পালিয়ে গেল| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এমনই মন্তব্য করলেন শিবসেনা নেত্রী মণীষা কায়াণ্ডে| শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবসেনা নেত্রী মণীষা কায়াণ্ডে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্ন দেখিয়ে ছিলেন ‘না খাবো না খেতে দেব’| এ জন্য মানুষ বিপুল সংখ্যক ভোটও দিয়েছিল| কিন্তু, এখন কি হচ্ছে? সাধারণ মানুষও এখন ব্যাঙ্কে যেতে ভয় পাচ্ছেন| কিন্তু, ললিত মোদী, নীরব মোদী, বিজয় মালিয়া সবাই সরকারের নাকের ডগা থেকে পালিয়ে গেল|’
বড়সড় প্রতারণামূলক লেনদেনের হদিশ পেয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)| প্রায় ১১, ৪০০ কোটি টাকার জালিয়াতিতে সিবিআই ও ইডি-র নজরে এখন হিরে ব্যবসায়ী নীরব মাদী| পাশাপাশি ইডি-র স্ক্যানারে রয়েছেন নীরব মোদীর বিজনেস পার্টনার মেহুল চোকসি| মেহুল চোকসির গীতাঞ্জলি জেমস, গিলি ইন্ডিয়া এবং নক্ষত্র ব্র্যান্ড লিমিটেডের নামে এফআইআর রুজু করেছে সিবিআই| তাছাড়া পিএনবি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই নীরব মোদী এবং তাঁর বিজনেস পার্টনার মেহুল চোকসিকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| পিএনবি দুর্নীতিকে হাতিয়ার করে এখনও পর্যন্ত কেন্দ্রের সমালোচনা করেছে কংগ্রেস| এবার নতুন সংযোজন শিবসেনা|