নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ ভূয়ো ভোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন না রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক৷ তবে, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রস্তুতি এতটাই নিখঁুত হয়েছে, তাতে ভূয়ো ভোট আটকানো সম্ভব বলেন দাবি তাঁর৷ মুখ্য নির্বাচন আধিকারীকের কথায়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে৷ সাথে যোগ করেন, নির্বাচন পরিচালনায় সহায়তা এবং পথ প্রদর্শনে নির্বাচন কমিশন স্পেশাল অবজারভার নিয়োগ করেছেন৷
শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুনীকান্তি বলেন, নির্বাচনকে ঘিরে সারা রাজ্যে প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ নির্বাচনে সহায়তা এবং পথ প্রদর্শনে নির্বাচন কমিশন স্পেশাল অবজারভার নিয়োগ করেছেন৷ আইটিবিপি ডিজি আর কে পঞ্চনন্দাকে কমিশন রাজ্যে স্পেশাল অবজারভার হিসেবে নিয়োগ করেছে৷ শ্রীরাম তরুনীকান্তি জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় আইটিবিপি’র ডিজি রাজ্যে এসেছেন৷
এদিন মুখ্য নির্বাচন আধিকারীক জানান, এই নির্বাচন তাঁদের জন্য অগ্ণিপরীক্ষার সমান৷ সুষ্ঠ ও অবাধ নির্বাচনে কোন ঘাটতি রাখা হবে না৷ তাঁর কথায়, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে৷ প্রয়োজনীয় স্থানে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ তাছাড়া ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নির্বাচনের তিনি সমস্ত বুথের উপর নজরদারী চালানো হবে৷ তিনি জানান, দুটি হেলিকপ্ঢার আকাশপথে নজরদারী রাখবে৷ এছাড়া থাকবে এয়ার এম্বুল্যান্সও৷ শ্রীরাম তরুনীকান্তি জানিয়েছেন, নির্বাচন কমিশনের সুপারিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্বাচনের পরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্মতি দিয়েছে৷
এদিন তিনি দাবি করেন, এবারের নির্বাচনে ভূয়ো ভোট যৎসামান্য হতে পারে৷ কারণ, প্রস্তুতি এতটাই নিখঁুতভাবে নেওয়া হয়েছে, তাতে ভূয়ো ভোটের সম্ভাবনা নেই৷ তাঁর কথায়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর বিভিন্ন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোট ভোটারের ২ থেকে ৩ শতাংশ ভোটারকে এএসডি লিস্টে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের ভোট দিতে হলে প্রয়োজনীয় প্রমানাদি ভোটকেন্দ্রে দিতে হবে৷ তবেই, তাঁরা ভোট দিতে পারবেন৷