নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিশ’ জারি করল ইন্টারপোল | পিএনবির জালিয়াতি মামলা প্রকাশ্যে আসার পর নীরব সহ চারজন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাঁদের খোঁজেই ইন্টারপোলের দ্বারস্ত হয়েছে সিবিআই | এরপরই বিশ্বের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে নীরব মোদী ও তার স্ত্রী অমি, ভাই নিশল মোদী ও মামা তথা গীতাঞ্জলি গ্রুপের মালিক মেহুল চোসকি | এদের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিশ’ জারি করেছে ইন্টারপোল।
বুধবারই প্রকাশ্যে আসে আন্তর্জাতিক মানের গয়না ব্যবসায়ী নীরব মোদীর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১১,৪০০ কোটি টাকার আর্থিক প্রতারণা | এই ঘটনায় নীরব মোদীর বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করেছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত কোটিপতি হিরে ব্যবসায়ী নীরব মোদীর মামা তথা গীতাঞ্জলি গ্রুপের মালিক মেহুল চোসকির বিরুদ্ধেও নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। পিএনবি-র পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তদের সন্ধান দিতে ইন্টারপোলেরও দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা । ইন্টারপোলের এক বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, নীরব মোদী সহ চারজন যাঁরা দেশ ছেড়েছেন তাঁদের বিরুদ্ধেও ‘রেড কর্নার’ বা ‘ডিফুউশান’ নোটিশ জারি করেছে ইন্টারপোল। ইন্টারপোলের এই ডিফুউশান বা রেড কর্নার নোটিস হল, দেশের যে কোনও তদন্তকারী সংস্থা কোনও ব্যক্তিকে গ্রেফতার বা তার লোকেশন ট্রেস করার অনুরোধ পাঠায় ইন্টারপোলকে। এই ডিফুউশান নোটিস সরাসরি জারি করতে পারে একমাত্র ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি। সিবিআই আজকের মধ্যেই মোদী ও তাঁর পরিবারের সদস্যদের অবস্থান জানা যাবে বলে আত্মবিশ্বাসী। সূত্রের খবর নীরব মোদী নিউ ইয়র্কে আছেন | স্ত্রী ও মামাও সেখানেই আছেন |
জানা গেছে, পিএনবি থেকে জালিয়াতির পর জানুয়ারির প্রথম সপ্তাহেই দেশ ছাড়েন নীরব মোদী । মোদী ১ জানুয়ারি দেশ ছাড়েন। ওইদিন দেশ ছাড়েন তাঁর বেলজিয়ামের নাগরিক ভাই । ৪৬ বছরের মোদী মার্কিন নাগরিক স্ত্রী অমি ৬ জানুয়ারি দেশ ছাড়েন। মেহুল চোসকি ৪ জানুয়ারি বিদেশের বিমান ধরেন।
মোদী ও চোসকির পাসপোর্ট বাতিলের আর্জি জানিয়ে সরকারের দ্বারস্থ হয়েছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।ইতিমধ্যেই সরকার চার সপ্তাহের জন্য তা মঞ্জুর করেছে | সিবিআই আধিকারিকরা আরও জানিয়েছেন, গত ১৩ ফেব্রুয়ারি পিএনবির পক্ষ থেকে আসা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে। ওই অভিযোগ অনুসারে পিএনবির লোকসানের পরিমাণ ৪,৮৮৬ কোটি টাকা।
উল্লখ্য, রাষ্ট্রায়ত্ত পিএনবি-র ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গত ৩১ জানুয়ারি মোদী, তাঁর স্ত্রী, ভাই ও মামা চোসকি বিরুদ্ধে মামলা দায়ের করে। কিন্তু প্রথম অভিযোগের পক্ষকালের মধ্যেই ব্যাঙ্কের পক্ষ থেকে সিবিআইকে জানানো হয়, জালিয়াতির মাধ্যমে এই লেনদেনের পরিমাণ প্রায় ১১.৪০০কোটি টাকা।