BRAKING NEWS

ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসী হওয়ার ও অভিভাবকদের নাম্বারের পিছনে না ছোটার পরামর্শ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : পরীক্ষা পর চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, দেবদেবীর পুজো করলেই আত্মবিশ্বাস পাওয়া যায় না। এজন্য প্রয়োজন নিজের ওপর বিশ্বাসটা গড়ে তোলা। অন্যদিকে বাবা মায়েদের উদ্দেশে তিনি বলেন নাম্বারের পিছনে ছুটবেন না৷ বাবা মায়েরাই পারবেন তাদের সন্তানদের চাপমুক্ত রাখতে৷
শুক্রবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে পড়ুয়াদের সঙ্গে আড্ডার মেজাজে কয়েক ঘন্টা কাটালেন তিনি ৷ বললেন, ‘‘আজ আমি তোমাদের কাছে বন্ধু হয়ে এসেছি’’৷ এদিন মোদী তার পড়ুয়া বন্ধুদের পরীক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ টিপস দেন৷ তাদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, দেবদেবীর পুজো করলেই আত্মবিশ্বাস পাওয়া যায় না। এজন্য প্রয়োজন নিজের ওপর বিশ্বাসটা গড়ে তোলা। তাঁর সরস মন্তব্য, পড়ুয়ারা সাধারণত বিদ্যার দেবী সরস্বতীর পুজো করে। কিন্তু পরীক্ষার দিনে ভগবান হনুমানের পুজো করে। পড়াশোনায় মনঃসংযোগের জন্য প্রধানমন্ত্রী পড়ুয়াদের যোগ অনুশীলনের পরামর্শ দেন। তিনি বলেছেন, নিয়মিত অনুশীলনের মাধ্যমেই আত্মবিশ্বাস গড়ে ওঠে।
এদিনের খোলামেলা আলোচনায় এক পড়ুয়া বলে, পরীক্ষার সময় এমনিতেই খুব চাপের মধ্যে থাকি ৷ তার উপর ভাল রেজাল্টের আশায় বাবা মায়েরা অতিরিক্ত চাপ দেয়৷ এই দ্বিগুণ চাপ মাঝে মাঝে সহ্য করা কঠিন হয়ে পড়ে৷ অন্যান্য পড়ুয়ারা তাতে সম্মতি জানায়৷ এ প্রশ্নের উত্তরে মোদী পড়ুয়াদের বাবা-মায়ের হয়ে বোঝান ৷ বলেন, বাবা-মায়েরা তাদের সন্তানের জন্য অনেক আত্মত্যাগ করেন ৷ সব বাবা-মায়ের স্বপ্ন তাদের সন্তানদের জীবনে সফল দেখা ৷ তোমাদেরও বোঝা উচিত তারা যা বলছে তা তোমাদের ভালর জন্যই৷ এটাও ঠিক বেশ কিছু ক্ষেত্রে তারা সন্তানদের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেন৷ তোমরা তোমাদের সমস্যা নিয়ে বাবা-মায়ের সঙ্গে খোলাখুলি ভাবে কথা বলো৷
অন্যদিকে বাবা মায়েদের উদ্দেশে প্রধানমন্ত্রীর পরামর্শ নাম্বারের পিছনে ছুটবেন না৷ বাবা মায়েরাই পারবেন তাদের সন্তানদের চাপমুক্ত রাখতে৷ কারোর সন্তানের সঙ্গে নিজের সন্তানের তুলনা করবেন না ৷ সন্তানের উপর জোর করেও কিছু চাপিয়ে দেওয়াটাও ঠিক নয়৷ তিনি পড়ুয়াদের মনোসংযোগ ও আত্মবিশ্বাস বাড়ানোর উপর জোর দিতে বলেন৷ মনোসংযোগ ও আত্মবিশ্বাস ঠিক থাকলে অনেক কঠিন লড়াইয়ে সফলতা আসবে৷
উল্ল্লেখ্য, এক সময় মোদীর চায়ে পে চর্চ্চা নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিল৷ এবার স্কুল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা পর চর্চ্চা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিনের অনুষ্ঠানে শুরু থেকেই সহজ ছিলেন প্রধানমন্ত্রী | তালকাটোরা স্টেডিয়ামে তাদের আলোচনার পরিবেশ যাতে গুরুগম্ভীর না হয়ে পড়ে সেজন্য এদিন বক্তব্যের শুরুতেই মোদী বললেন, আমি আজ প্রধানমন্ত্রী নই, তোমাদের বন্ধু। এই অনুষ্ঠানে তাঁর বন্ধুবেশে পড়ুয়াদের পাশাপাশি বাবা-মায়েদের পরামর্শ যা বেশ তাত্পর্যপূর্ণ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *