অমরাবতী, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ টিডিপি নেতা বোল্লা বুল্লিরামাইয়া| বার্ধক্যজনিত কারণে বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের তানুকুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে প্রবীণ এই টিডিপি নেতার বয়স হয়েছিল ৯২ বছর| পরিবার সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বোল্লা বুল্লিরামাইয়া| বুধবার সকালে নিজ বাসভবনে জীবনাবসান হয়েছে তাঁর|
প্রবীণ টিডিপি নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপ-মুখ্যমন্ত্রী এন চিনা রাজাপ্পা, অর্থমন্ত্রী ইয়ানামালা রামাকৃষ্ণুডু সহ তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র শীর্ষ নেতারা| শোকবার্তায় অন্ধ্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘তেলুগু দেশম পার্টির জন্য বহু উল্লেখযোগ্য কাজ করেছেন বুল্লিরামাইয়া| তাঁর মৃত্যু দলের জন্য বড় ক্ষতি|’
উল্লেখ্য, ১৯৮৪ সালে সর্বপ্রথম সাংসদ নির্বাচিত হন বোল্লা বুল্লিরামাইয়া| ইলুরু লোকসভা কেন্দ্র থেকে ১৯৯১, ১৯৯৬ এবং ১৯৯৯ সালে লোকসভার সাংসদ নির্বাচিত হন তিনি| পরে ১৯৯৬-১৯৯৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন বোল্লা বুল্লিরামাইয়া|