তিরুবনন্তপুরম, ১৩ ফেব্রুয়ারি(হি.স.): স্থানীয় যুবকংগ্রেস নেতাকে খুনের ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য চাঞ্চল্য ছড়িয়েছে কেরলের কান্নুর জেলায়। সোমবার গভীর রাতে কেরলের কান্নুর জেলায় একদল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতি স্থানীয় যুবকংগ্রেস নেতা সুহাইবের উপর চড়াও হয়। প্রথমে বোমা মেরে এবং পরে ছুরি দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়। এই হামলায় আহত হন আরও দুই যুবকংগ্রেসকর্মী। এর পরেই আহত ওই যুবকংগ্রেস নেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অন্য আর একটি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। হাসপাতালে স্থানান্তরিত করার সময় নিহত হন যুবকংগ্রেস নেতা। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে এই খুনের পেছনে কেরলের শাসক দল সিপিআই(এম)-এর হাত রয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, উত্তর কেরলের কান্নুর জেলাটি বরাবরই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত থাকে। কেরলের রাজনীতি বর্তমানে কংগ্রেস এবং বামেদের রমরমা। সেখানেই বিজেপি এবং আরএসএস নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে চাইছে।