নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ দুইদিনের রাজ্য সফরে সোমবার এলেন উত্তরপ্রদেশের মুমখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তাঁর এই রাজ্য সফর নাথ সম্প্রদায় সহ ধর্মপ্রাণ রাজ্যবাসীর মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে৷ যোগী আদিত্যনাথের আগমনকে কেন্দ্র করে তাঁর নির্বাচনী সফরের স্থানগুলির মধ্যে ধর্মনগরের পদ্মপুর ও আগরতলায় মজলিশপুর গোরক্ষনাথ মন্দির সাজিয়ে তোলা হয়েছিল৷ সোমবার দুপুরে তিনি রাজ্যে আসেন৷ আগরতলা বিমানবন্দর থেকে হেলিকপ্ঢারে করে তিনি ধর্মনগরে পদ্মপুরে গিয়েছেন৷ সেখানে তিনি একটি রোড শোতে অংশগ্রহণ করেন৷ তারপর দুপুরে তিনি যুবরাজনগরে এক প্রকাশ্য জনসমাবেশে ভাষণ দেন৷ এরপর সেখান থেকে তিনি কাঞ্চনপুরের জনসমাবেশে বক্তব্য রাখেন৷ সেকান থেকে তিনি কমলপুলপুরে গিয়ে নির্বাচনী পালে হাওয়া তুলেন৷ কমলপুর থেকে তিনি সরাসরি আগরতলায় চলে আসেন৷ হেলিকপ্ঢার থেকে অবতরণের পর আগরতলা বিমানবন্দর থেকে গাড়িতে করেে আগরতলায় গোরক্ষনাথ মন্দিরে পূজো দেন তিনি৷ সোমবার রাতেই মজলিশপুরে- খয়েরপুরে রোড শোতে অংশ নেন৷ খয়েরপুরে এক সমাবেশ বক্তব্য রাখেন যোগী আদিত্য নাথ৷
দুইদিনের সফরে মঙ্গলবার সকালে মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিয়ে মাতাবাড়িতে এক সমাবেশে বক্তব্য রাখবেন৷
জনসমাবেশ শেষে কপ্ঢারে গিয়ে সাব্রুমে এক জনসমাবেশে বক্তব্য শেষে করমছড়ায় এক জনসমাবেশে বক্তব্য রেখে আগরতলা ফিরে আসবেন৷ রাতেই আগরতলা থেকে সরাসরি লখনউ এর উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবেন তিনি৷
এদিকে, ধর্মনগরে যোগী আদিত্যনাথের সফরকে কেন্দ্র করে সমগ্র জেলাায় গেরুয়া ঝড় বইছে৷ ধর্মনগর থেকে যুবরাজনগর পর্যন্ত যোগী আদিত্যনাথের রোড শোতে অভূতপূর্ব সাড়া মিলেছে বলে খবর৷ সাজোয়া রথে উত্তরপ্রদেশের মখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় বিজেপি প্রত্যাশীদের সঙ্গে নিয়ে ধর্মনগর থেকে যুবরাজনগরের উদ্দেশে রওয়ানা দেন৷ বিজয় সংকল্প রথের সামনে পেছনে বিজেপির কর্মী সমর্থক ছাড়াও অসংখ্য সাধারণ জনগণ যাত্রায় শামিল হন৷ যোগী আদিত্যনাথের রথকে অনেক জায়গায় বেশ কিছুক্ষণের জন্য দাঁড়াতে হয়েছে৷ জনগণের আবদারে যোগী আদিত্যনাথ রথ থেকে নেমে এসে দাঁড়াতেই তাঁর চরণ স্পর্শ করার জন্য হুড়োহুড়ি লেগে যায়৷ কয়েকবার এমন হওয়ার পর অঘটন এড়ানোর জন্য করজোড়ে তিনি সবার কাছে এমনটা না করার আবেদন
জানান৷ আবেগে আপ্লুত ভক্তরা রথ স্পর্শ করে প্রণাম করেন৷ ফলে স্বভাবিকের চাইতে অনেক বেশি সময় লেগেছে যুবরাজনগরে পৌঁছতে৷ যোগী আদিত্যনাথ উত্তর জেলার বেশ কয়েকটি স্তানে সোমবার ঝড়ো গতিতে ভাষণ দিয়ে যান৷ যোগীর উপস্থিতিতে সমগ্র জেলায় সর্বোচ্চ নিরাপত্তা সংকেত জারি করা হয়েছিল৷ এদিকে, কমলপুর, খয়েরপুর সহ প্রতিটি জায়গাতেই জনসমাবেশে যোগী আদিত্যনাথ তাঁর ভাষণে রাজ্য বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেন৷ তিনি বলেছেন, কমিউনিস্ট সরকার এরাজ্যের জনগণের জন্য কাজ করেনি৷ কেন্দ্রীয় সরকারের প্রদেয় অর্থ সাধারণ মানুষের স্বার্থে খরচ করা হয়নি৷ বিজেপির নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক সরকারী কর্মচারীদের সপ্তম পে কমিশন ও বেকারদের কর্মসংস্থানের পুরোপুরি ব্যবস্থা করা হবে৷ তিনি রাজ্য থেকে কমিউনিস্ট তথা বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য পদ্ম প্রতীক বিজেপির প্রার্থী এবং জোটসঙ্গী আইপিএফটির প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতীকের পাশের বোতাম টিপে জয়যুক্ত করার আবেদন করেছেন৷
2018-02-13

