ওয়াশিংটন, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): চিঠি খুলতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ভানেসা ট্রাম্প । পাউডার লাগানো চিঠি খুলতেই বমি বমি ভাব। শুধু ভানেসা নন, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত আরও দুজনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে চিঠিটি আসে ডাকে । চিঠির ওপরে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র লেখা ছিল। ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের ম্যানহাটনের বাড়িতে এই চিঠিটি এসেছিল৷ চিঠি খুলতেই অসুস্থ হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ভানেসা ট্রাম্প ।পাউডার লাগানো চিঠি খুলতেই বমি বমি ভাব। শুধু ভানেসা নন, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁর মা ও আরও একজন | এরা সকলেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। সেই চিঠিতেই সন্দেহজনক কিছু ছিল বলে জানা গিয়েছে৷ তবে ভানেসার কোনও ক্ষতি হয়নি৷ এই ঘটনার পর ওই চিঠি নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে৷
যে প্যাকেজ থেকে এই বিপত্তি ঘটেছে, সেখানে বোস্টনের পোস্টমার্ক ছিল। পরীক্ষার পরে জানা যায় ওই পাওডার ক্ষতিকারক কিছু নয়৷ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স জানিয়েছেন, সোমবার প্রেসিডেন্ট তাঁর পুত্রবধূর সঙ্গে কথা বলেছেন৷
এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্যুইট করে জানান, সকালের ওই ঘটনার পর ভানেসার এবং তাঁদের সন্তানেরা সুরক্ষিত রয়েছেন৷ কিন্তু যারা এধরনের কাজ করেছে, সেটা অত্যন্ত বিরক্তিকর বলে ক্ষোভ প্রকাশও করেন ট্রাম্প-পুত্র।
অন্যদিকে, ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্যুইট করেন, কাওকে এভাবে ভয় দেখানো উচিত নয়৷ সে সময় ভানেসার সঙ্গে তিনি থাকতে পারলে ভাল হত বলেও জানান তিনি৷
প্রসঙ্গত, ২০০১ সাল থেকে চিঠির সঙ্গে আসা অ্যানথ্র্যাক্স পাউডার সম্পর্কে সতর্ক করা হয় মার্কিন প্রশাসনকে। এর আগে মার্কিন মিডিয়া দফতর এবং প্রশাসনিক কর্তাদের কাছে এই রকম খামে মোড়া পাউডার আসে। যার ফলে মৃত্যু হয় পাঁচ জনের।