দেগু(দক্ষিণ কোরিয়া), ১১ ফেব্রুয়ারি (হি.স.): ভূমিকম্পে কেপে উঠল দক্ষিণ কোরিয়ার দেগু শহর। রবিবার সকালে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত দেগু শহরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কত তাও এখনও পর্যন্ত জানা যায়নি। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী উত্তরপশ্চিম হোকোতে প্রথমে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার চতুর্থ বৃহত্তম শহর দেগু। জন সংখ্যার নিরিখে তৃতীয় বৃহত্তম শহর এটি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, গত চলতি সপ্তাহেই তাইওয়ানে বিধ্বসী ভূমিকম্পে হয়। সেখানে প্রাণ হারান ১৪ এবং আহত হন ২৬০।