BRAKING NEWS

সরব প্রচারের অন্তিম দিনে রাহুলের রোড শো

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ দলের দুঃসময়ে কর্মীদের উজ্জীবিত করে ভোটের হাওয়া অনুকূলে আনতে রোড শো’তে অংশগ্রহণ করবেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ১৬ই ফেব্রুয়ারী সরব প্রচারের শেষদিন রাহুল গান্ধী প্রচারে অংশ গ্রহনের সবুজ সঙ্কেত দিয়েছেন৷ শুক্রবার সকালে একটি বেসরকারী হোটেলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এই খবর জানিয়েছেন এ আই সি সি’র সাধারন সম্পাদক সি পি যোশী৷

তাঁর দাবী, গুজরাট নির্বাচনের মতো রাহুল গান্ধীর লড়াকু নেতৃত্বে ত্রিপুরায় ভালো ফলাফল করবে কংগ্রেস৷ বিজেপি’কে জুলমা পার্টি হিসাবে তোপ দেগেছেন তিনি৷

এদিকে, কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে ১১ ফেব্রুয়ারি রাজ্যে আসবেন পূদুচেরীর মুখ্যমন্ত্রী৷ বেকার ভাতা প্রদান, চিটফান্ড কেলেঙ্কারী, মহিলা সংক্রান্ত অপরাধ দমন ইত্যাদি ইস্যুকে ইস্তেহারে প্রাধান্য দেওয়া হয়েছে, জানিয়েছেন সি পি যোশী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *