নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ দ্বিতীয় দফায় রাজ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারসূচী চূড়ান্ত হয়েছে৷ তিনি ১৫ ফেব্রুয়ারী শান্তিরবাজার এবং আগরতলায় সভা করবেন৷ সাথে বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক হেভিওয়েট নেতাদের সফরসূচীও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ সাথে তিনি যোগ করেন, আগামী ১১ ফেব্রুয়ারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিজেপির ভিসন ডকুমেন্ট প্রকাশ করবেন৷ শুক্রবার স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে রাম মাধব বলেন, দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী মোদির প্রচারসূচী চূড়ান্ত হয়েছে৷ আগামী ১৫ ফেব্রুয়ারী রাজ্যে এসে প্রথমে তিনি শান্তিরবাজারে নির্বাচনী জনসভায় অংশ নেবেন৷ এর পর আগরতলায় নির্বাচনী জনসভায় সম্বোধন করবেন তিনি৷ রাম মাধব জানিয়েছেন, আগরতলায় বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, আগামী ৭ দিনে বিজেপির একাধিক হেভিওয়েট নেতা রাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নেবেন৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দুইদিন রাজ্যে অবস্থান করবেন৷ তিনি ১১ ও ১২ ফেব্রুয়ারি রাজ্যের একাধিক স্থানে সভা করবেন৷ তাছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রাজ্যে দুইদিন থাকবেন৷ তিনি আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি উত্তর জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন৷ রাম মাধব বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি বিজেপির ভিসন ডকুমেন্ট প্রকাশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ পাশাপাশি তিনি বুদ্ধিজীবীদের সম্মেলনেও সম্বোধন করবেন৷ সাথে তিনি যোগ করেন, বিজেপি সাংসদ হেমা মালিনী সহ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রাজ্যে নির্বাচনী প্রচারে আসবেন৷