নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): গুজরাটের পর রাজস্থানে কংগ্রেসকে লড়াইয়ে ফিরিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সম্প্রতি রাজস্থান উপনির্বাচনে দু’টি লোকসভা ও বিধানসভা কেন্দ্র বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস| কংগ্রেসের এই সাফল্যের জন্য পরোক্ষভাবেই রাহুল গান্ধীকে ‘কৃতিত্ব’ দিলেন তাঁর মা তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| বৃহস্পতিবার কংগ্রেস সংসদীয় পার্টির বৈঠকে রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে সোনিয়া গান্ধী বলেছেন, ‘আমাদের এখন নতুন কংগ্রেস সভাপতি আছেন| তাঁর মঙ্গলকামনা করছি| তিনি এখন আমারও বস, এ বিষয়ে কোনও সন্দেহ নেই|’
রাহুলের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার আগেই গুজরাট ও সাম্প্রতিক রাজস্থান উপনির্বাচন প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেছেন, ‘গুজরাটে অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও আমরা ভালো ফল করেছি| তাছাড়া সাম্প্রতিক রাজস্থান উপনির্বাচনের ফলাফল ছিল ভালই| এই ফলাফল আভাস দিচ্ছে পরিবর্তনের হাওয়া আসছে|’ পাশাপাশি কর্নাটকে কংগ্রেসের পুনরায় জয় নিয়েও আশাপ্রকাশ করেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী|
এদিন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে সোনিয়া গান্ধী বলেছেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর ৪ বছর অতিক্রান্ত হল| এই নির্দিষ্ট সময়ের মধ্যেই বিচার ব্যবস্থা, গণমাধ্যম এবং নাগরিক সমাজের উপর পরিকল্পিতভাবে আঘাত হানা হয়েছে| তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে|’
উল্লেখ্য, সম্প্রতি রাজস্থান উপনির্বাচনে দু’টি লোকসভা কেন্দ্র (আলওয়ার ও আজমেড়) এবং বিধানসভা কেন্দ্র (মণ্ডলগড়) বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস| বিজেপিকে ধরাশায়ী করে জয়ী হয়েছে কংগ্রেস| রাজস্থান উপনির্বাচনে কংগ্রেসের এই জয় স্বাভাবিকভাবেই অক্সিজেন জুগিয়েছে কংগ্রেস নেতৃত্বকে|