নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : জঙ্গি হামলা ও সীমান্তে পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফলে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে কাশ্মীর উপতক্যা। আর সেই প্রসঙ্গে টেনে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।
এই বিষয়ে তিনি বলেন, কাশ্মীরে প্রতিদিন জওয়ানরা শহিদ হচ্ছেন। গতকাল ওখানকার একটি হাসপাতালে গুলি চলেছে। আর আমরা পকোড়া ভাজার কথা বলছি। এখনও যদি বিষয়টিকে (কাশ্মীর সমস্যা) গুরুত্ব না দিই তবে দিল্লিতে বসে পকরা ভাজার পরিস্থিতি তৈরি হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার কাশ্মীরের একটি হাসপাতালে লস্কর-ই-তৈবার জঙ্গি পুলিশের হাত থেকে পালানোর জন্য পুলিশের রাইফেল কেড়ে নিয়ে পুলিশকর্মীদের দিকে গুলি চালাতে শুরু করে। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান দুই পুলিশকর্মী। পরে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ওই জঙ্গিরা। কিন্তু এদিকে রাজধানী দিল্লিতে দেশের দুই প্রধান দল বিজেপি এবং কংগ্রেস পকোরা রাজনীতি নিয়ে নিজেদের মধ্যে তরজায় জড়িয়ে পড়েছেন। সেই ঘটনাকে বিদ্রূপ করে ও কাশ্মীর সমস্যার সমাধানের দাবিতে শিবসেনা সাংসদ এই রকম মন্তব্য করেছে বলে সূত্রের দাবি। এর আগেও কাশ্মীর সমস্যা নিয়ে একাধিকবার সরব হয়েছে সাংসদ সঞ্জয় রাউত।