মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : এবছর বড়দিনে মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত কিক-২। প্রযোজক সংস্থা নাডিয়াওয়ালা গ্রান্ডসন এন্টারটেনমেন্ট তরফ থেকে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে জানানো হয়েছে যে আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে কিক-২। সিনেমাটি পরিচালনা করেছেন সাজিদ নাডিয়াওয়ালা।
২০১৪ সালে মুক্তি প্রাপ্ত কিক সিনেমার সিক্যুোয়েল এটি। সেবার ওই সিনেমায় অভিনয় করেছিলেন রণদীপ হুডা, নওয়াজউদ্দিন সিদ্দিকি, জ্যাকলীন ফানানডেজ। এবার কিক-২ তে ফের দেখা যাবে ডেভিলরুপী সলমন খানকে। কিন্তু সলমনের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন তা এখনও জানানো হয়নি প্রযোজা সংস্থার তরফ থেকে। বর্তমানে রেস-৩ শুটিংয়ে ব্যস্ত সলমন খান। এই ঈদে মুক্তি পেতে চলেছে রেস-৩। সূত্রের দাবি ঈদের পাশাপাশি বড়দিনেও রুপলি পর্দায় নিজের রাজত্ব বিস্তার করতে চলেছে সলমন খান। উল্লেখ্য, টাইগার জিন্দা হ্যায়ও মুক্তি পেয়েছিল গত বছরের বড়দিনের মরসুমে।