মুম্বাই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রৈমাসিক পর্যালোচনার পর আর্থিক নীতিতে রদবদলের পথে হাঁটল না রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি ও আর্থিক ঘাটতির আশঙ্কার জেরে প্রত্যাশামতোই ব্যাঙ্ক রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার বৈঠকের পর নিয়ামক ব্যাঙ্কের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শীর্ষ ব্যাঙ্কের ৬ সদস্য-বিশিষ্ট অর্থবিষয়ক নীতি-নির্ধারক কমিটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রেপো রেট ও রিভার্স রেপো রেট যথাক্রমে ৬ এবং ৫.৭৫ শতাংশেই বহাল থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, জিএসটি ব্যবস্থা ক্রমশ স্থিতিশীল হচ্ছে। ফলে ক্রমশ অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। শীর্ষ ব্যাঙ্কের মতে, রাজ্যগুলিতে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়া থেকে শুরু করে তেলের উচ্চ দাম, অন্তঃশুল্ক বৃদ্ধি এবং সর্বোপরি চলতি অর্থবর্ষের তুলনায় আসন্ন অর্থবর্ষে আর্থিক ঘাটতির পরিমাণ বৃদ্ধি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামীদিনে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে বলে অনুমান।
অভিজ্ঞ মহলের মত, দেশের যা আর্থিক পরিস্থিতি তাতে রিজার্ভ ব্যাঙ্ক যে আর্থিক নীতিতে পরিবর্তন করবে না তা অনুমান করা গিয়েছিল। বিশেষ করে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম ও বাজেটের পর শেয়ার বাজারে ধসের মুখে নতুন করে কোনও আর্থিক অস্থিরতা তৈরি করতে চায়নি তারা।
আরবিআই জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিনিয়োগের মাত্রা কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে। হতে পারে, এর ফলে বেসরকারি বিনিয়োগ ও লগ্নিকারী সংস্থাগুলি পিছিয়ে যেতে পারে। সর্বোচ্চ ব্যাঙ্কের মতে, খাদ্যশস্যে ন্যূনতম মূল্য দেওয়ার যে কথা কেন্দ্র জানিয়েছে, তার প্রভাব মুদ্রাস্ফীতির ওপর কতটা পড়বে, তা এখনও ঠাহর করা সম্ভব নয়|