মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : মুক্তি পেল অনুষ্কা শর্মা অভিনীত পরি সিনেমার টিজার। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পরি সিনেমার টিজারটি প্রকাশ করেন অনুষ্কা শর্মা। আদ্যপান্ত অলৌকিক ও অতিপ্রাকৃতিক দৃশ্যে ঠাসা পরি সিনেমার এই টিজারটি।
সূত্রের দাবি যারা অলৌকিক ও অতিপ্রাকৃতিক সিনেমা দেখতে ভালবাসে তাদের পরি সিনেমাটি ভাল লাগবে। পরিতে অনুষ্কা শর্মা ছাড়াও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রজত কাপুর, রীতাভরি চক্রবর্তী। শহর কলকাতা প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিনেমাটি। কিছু দৃশ্যের শুটিং কলকাতাতেও হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন প্রসিত রায়। প্রযোজনা করেছেন অনুষ্কা শর্মা নিজে। অভিনয়ের পাশাপাশি এনএইচ ১০, ফিল্লৌরি মতো সিনেমা প্রযোজনা করেছেন অনুষ্কা শর্মা। ফিল্লৌরিতে ভাল ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা। কিন্তু টিজার দেখে মনে হয়েছে যথেষ্ট ভয়ের হতে চলেছে পরি। আগামী ২রা মার্চ মুক্তি পেতে চলেছে পরি। বিয়ের পরে এই প্রথম কোনও সিনেমা অনুষ্কা শর্মার মুক্তি পাবে।