BRAKING NEWS

কংগ্রেসের জন্যই দেশ ভাগ হয়েছে, লোকসভায় প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসের জন্যই দেশ ভাগ হয়েছে। বুধবার লোকসভায় জবাবি ভাষণে এমনটাই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | এদিন লোকসভায় প্রধানমন্ত্রী দেশভাগ থেকে দেশের সমকালীন অবস্থা, সব কিছুর জন্য নাম না করে কাঠগড়ায় তুললেন নেহেরু-গান্ধী পরিবারকে। এদিন প্রধানমন্ত্রীর ভাষণের সময় সংসদে লাগাতার স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদরা।
বুধবার লোকসভায় বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনের জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | নিজের ভাষণের শুরুতেই এদিন রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলগুলি রাষ্ট্রপতির ভাষণের নানা অংশের সমালোচনায় যেভাবে সরব হয়েছে, তার বিরোধিতা করেন প্রধানমন্ত্রী। বললেন, মাননীয় রাষ্ট্রপতির ভাষণ কোনও রাজনৈতিক দলের ভাষণ নয়। রাষ্ট্রপতির ভাষণ হল প্রত্যেক ভারতীয়ের আশা-আকাঙ্খার প্রতিফলন। রাষ্ট্রপতির ভাষণকে সম্মান করা উচিত।
এদিন কংগ্রেসের সামালোচনা করে প্রধানমন্ত্রী বলেন কংগ্রেস দেশ ভাগের জন্য দায়ী। সেই দেশ ভাগের ফল এখনও ভুগছে দেশবাসী। একইসঙ্গে প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, কংগ্রেসের জন্যই বল্লভভাই প্যাটেল প্রধানমন্ত্রী হতে পারেননি। বল্লভভাই প্রধানমন্ত্রী হলে দেশ ভাগ হত না, লোকসভায় বলেন প্রধানমন্ত্রী। তিনি কংগ্রেসের কাছে দেশকে টুকরো করার রাজনীতি বন্ধ করার আহ্বান জানান ।
নরেন্দ্র মোদী বলেন, বারবার ৩৫৬ ধারা জারি করেছে কংগ্রেস। অনেক রাজ্য সরকারকে ভেঙে দেওয়া হয়েছে। তাই কংগ্রেসের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তিনি বলেন, কংগ্রেস ও নেহরু দেশে গণতন্ত্র আনেননি। মোদী তাঁর ভাষণে দাবি করেন ,প্রাচীন কাল থেকেই ভারতে গণতন্ত্র ছিল। তাঁর আরও দাবি, দ্বাদশ শতকেও ভারতে গণতন্ত্র ছিল, মহিলাদের সমানাধিকার ছিল।
এদিন রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি পদে বসা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, ‌যে দলে সভাপতি নির্বাচনে একটি পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ মনোনয়ন পেশ করতে পারে না তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস যখন দেশ শাসন শুরু করেছিল, তখন বিরোধীদের অস্তিত্ব ছিল না। সেই সময় জনস্বার্থ মামলা হত না। সবাই চেয়ার পাওয়ার জন্য লালায়িত ছিলেন। কংগ্রেসের মধ্যে শুধু একটা পরিবারের গুণগান গাওয়া হত। সর্বশক্তি একটি পরিবারের পিছনেই লাগানো হত। পঞ্চায়েত থেকে পুরসভা সব কংগ্রেসের দখলে থাকলেও দেশে কোনও কাজ হয়নি। অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি এদিন অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টির প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী, সঙ্গে মনে করান, কী ভাবে হায়দরাবাদ বিমানবন্দরে নেমে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রীকে অপমান করেছিলেন রাজীব গান্ধী।
এদিন লোকসভায় শুরু থেকেই হৈহট্টগোল শুরু করে বিরোধীরা | বিরোধীদের প্রবল হৈহট্টগোলের মধ্যেই ভাষণ দেন প্রধানমন্ত্রী | বিরোধীদের হট্টগোলে যোগ দেয় এনডিএ শরিক টিডিপি-ও। কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে টুকরো করার রাজনীতি বন্ধ করুন। সংসদ অচল করার ক্ষমতা কারুর নেই। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিরোধী দলের অস্তিত্ত্ব ছিল না। সংবাদ মাধ্যম আপনাদেরই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আপনারা শুধু একটি পরিবারেরই জয়গান করতেন। মোদীর বক্তব্যের বিরোধিতা করেন কংগ্রেস সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *