নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ রাজ্যভাগের চক্রান্তে বিজেপি প্রত্যক্ষভাবে শামিল হয়েছে বলে ফের অভিযোগ
তুলেছেন পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রাজ্যকে অশান্তির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷
ধর্মনগর আয়োজিত এক জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার বলেন, রাজ্যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে৷ ইতোপূর্বেও হয়েছে৷ তখন তা সফল হয়নি৷ আগে যারা স্বাধীন ত্রিপুরার ডাক দিয়েছিল তারাই এখন পৃথক রাজ্যের কথা বলছে৷ মানুষ তাদের বরদাস্ত করবে না৷ কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি তাদের মদত যোগাচ্ছে৷ দেশের স্বাধীনতা এরা চায়নি৷ দেশের সংখ্যালঘু অংশের জনগণের বিরোধী ছিল এরা৷ আর এদের লোকেরাই এখন রাজনৈতিক দল করে ক্ষমতায় এসে দেসাত্ববোধ শেখাচ্ছে৷ বিভাজনের রানীতি এরা প্রতম থেকেই করে আসছে৷ আর এখনও তারা এই বিষয়েই সক্রিয় রয়েছে৷ তাদের এই রাজ্যে প্রতিহত করতে হবে৷
তিনি আরও বলেন, কংগ্রেসের দুর্বলতার কারণে বিজেপি ক্ষমতায় এসেছিল৷ কিন্তু এখন দেশবাসী বুঝতে পারছেন এরা কতটা বিপজ্জনক৷ দেশের মানুষ বিকল্প খুঁজছেন৷ ত্রিপুরাই বিকল্পের পথ দেখাচ্ছে৷বিজেপির অগ্রগতি এই রাজ্যে এসে রুখে যাবে৷ জনগণ বিভেদকামীদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি৷ উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী মানিক সরকার ইদানীং সারা রাজ্যে নির্বাচনী প্রচারের মূল দায়িত্বে রয়েছেন৷ সিপিআইএম এর তারকা প্রচারকদের মধ্যে এক নম্বরে রয়েছে পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷