উদয়পুরে সাত লক্ষাধিক টাকা ছিনতাই দিনদুপুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ ফেব্রুয়ারি৷৷ নিরাপত্তার ঘেরাটোপে থেকেও সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি এখনও অনিশ্চয়তার মুখেই রয়েছে৷ রাজ্যে ব্যাপক হারে রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ তবে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের অধীনে থেকেই কাজ করছে৷ ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর উদয়পুরে ভরদুপুরে লোকজনের উপস্থিতিতে দুসৃকতীরা এক সরকারি কর্মচারীর কাছ থেকে ৭ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে৷ উপস্থিত জনতার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি৷ জেলা আধিকারিকের কার্যালয় থেকে জানা গেছে, ইউনাইটেড ব্যাঙ্ক এব ইন্ডিয়ার উদয়পুর শাখার ঠিক সামনে এই ঘটনাটি সংগঠিত হয়েছে৷ তখন ব্যাঙ্কের দরজায়ও সুরক্ষা কর্মীরা ছিলেন৷ কিন্তু তাঁদের কোনও ভাবেই ধরতে পারেনি সুরক্ষা বাহিনী৷ জানা গেছে, উদয়পুরের বাসিন্দা ঝুলন দাস নামের এক সরকারি কর্মচারী ব্যাঙ্ক থেকে বিশেষ কারণে টাকা তুলছিলেন৷ ব্যাঙ্ক থেকে বের হতেই কতিপয় যুবক এসে টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়৷ তারা সবাই মোটর সাইকেলে করে এসেছিল এবং মুখ হেলমেটে ঢাকা থাকায় কেউ তাদের চিনতে পারেনি৷ পথচারীরা চিৎকার শুনে ছুটে এলেও ছিনতাইবাজরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ পুলিশ ছিনতাইবাজদের সন্ধানে অভিযান শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *