সিমলা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): হিমাচলপ্রদেশে গত রাতে দুইটি পৃথক ঘটনায় উদ্ধার কয়েক লক্ষ টাকার হেরোইন। রবিবার রাতে সিমলায় টহল দিচ্ছিল সদর থানার পুলিশ। সেই সময় শহরের কার্ট রোডের কাছে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ওই যুবকের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ।
আন্তর্জাতিক বাজারে ওই ১০ গ্রাম হেরোইনের দাম কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশের আধিকারিকরা। ধৃত ওই যুবকের পরিচয় জানা গিয়েছে। ধৃতের নাম অমল কালরা (২৪)। ধৃত পঞ্জাবের বাসিন্দা। অপর আর একটি ঘটনায় বালুগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ২৩ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে । ওই গাড়িতে থাকা তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে ধৃতদের পরিচয় জানা গিয়েছে ধৃতেরা হলেন খলিনি নিবাসী বলবন্ত সিং, শোধী নিবাসী অশোক বর্মা, ট্রিয়োগ নিবাসী সঞ্জয় কুমার। এদের প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৩৮ বছরের মধ্যে। পুলিশ আধিকারিক উমাপতি জমবাল জানিয়েছেন পুলিশি হেফাজতে নেওয়ার জন্য ওই চার অভিযুক্তকে কোর্টে পেশ করা হবে। অভিযুক্তদের জেরা করে পুলিশ জানতে চাইবে যে এই হেরোইনগুলি তারা কোথা থেকে পেয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।