হরিদ্বার (উত্তরাখণ্ড), ৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বারে এক ১৪ বছর বয়সী নাবালাকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাত্যিক শর্মা নামে ওই নাবালক নিজের বাড়িতে তার বাবার লাইন্সেস প্রাপ্ত পিস্তল দিয়ে আত্মঘাতী হন। সেই সময় তার বাবা মা নিচের তলায় ছিল।প্রাথমিক তদন্তের পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লি পাবলিক স্কুলের এই পড়ুয়া প্রায় ৮ বছর ধরেই অসুস্থ ছিল। এর ফলে সম্প্রতি অবসাদে ভুগছিল সে। তাই সে আত্মহত্যা করে। পিস্তলটি বাজেয়াপ্ত করা গিয়েছে। মৃতদেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া গিয়েছে কিনা তা জানা যায়নি। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

