নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ নির্বাচনী আদর্শ আচরনবিধি লঙ্ঘন করে সরকারী প্রকল্পের গ্যাস বন্টন ঘিরে উত্তপ্ত শান্তিরবাজার মহকুমার পতিছড়ি এলাকা৷ শুক্রবার শান্তি গ্যাস এজেন্সীর মালিক উত্তম নন্দী উজ্জ্বলা যোজনার গ্যাস বন্টন করতে গিয়ে বিতর্কে জড়িয়েছে৷ অভিযোগ, শাসক দলের প্রত্যক্ষ মদতে গ্যাস এজেন্সী মালিককে ব্যবহার করে গরীবদের গ্যাসগুলি বন্টন করা হয়৷ খবর পেয়ে বিজেপি’র মন্ডলের কার্যকর্তারা ছুটে গিয়ে গ্যাস বন্টন বাধা দেয়৷ খবর পেয়ে মহকুমা শাসক ছুটে গিয়ে গ্যাস বন্টন বন্ধ করে দেয়৷ নির্বাচন ঘোষণার পর কেন এবং কার নির্দেশে বন্টন করা হয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক৷
তাঁদের অভিযোগ, উজ্জ্বলা যোজনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারে শাসক দলের প্রচার করার কাগজ লাগিয়ে সুবিধা-ভোগীদের গ্যাস বন্টন করা হয়৷ বিজেপি’র কার্যকর্র্তদের অভিযোগ, ভোটের বিজ্ঞাপন করতে কূটনৈতিক পন্থা অবলম্বন করেছে শাসক দল৷ প্রবল চাপে গ্যাস এজেন্সী মালিক ভুল স্বীকার করে নিয়েছেন৷ তবে, আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রশাসন আদৌ কি ব্যবস্থা গ্রহন করবে? আইন লঙ্ঘনের জন্য মহকুমা প্রশাসন আশ্বাস দিলেও জরিমানা কিংবা শাস্তির উদ্যোগ নেবে কিনা, সেদিকে তাকিয়ে বিজেপি’র কার্যকর্তারা৷