নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷ ভোট বিভাজন আটকাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপি৷ তাই বাম বিরোধী সমমনোভাবাপন্ন রাজনৈতিক নেতাদের সাথে যোগযোগ শুরু করেছেন বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ৷ সূত্রের খবর, কংগ্রেস বিধায়ক তথা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী গোপাল রায়ের সাথে ভোট বিভাজন আটকানো নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিজেপির নির্বাচন প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মা এবং রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ সূত্রের দাবি, গোপাল রায় সহ কংগ্রেসের অন্তত ষোলজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন৷ বিজেপি চাইছে বাম বিরোধী লড়াই দ্বিমুখী হোক৷ কিন্তু, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যে নির্বাচনী লড়াই বহুমুখী হচ্ছে৷ তাতে বাম বিরোধী ভোট মারাত্মকভাবে বিভাজিত হবে এই আশঙ্কায় ভুগছেন বিজেপি নেতৃবৃন্দ৷
সূত্রের খবর, বুধবার সকালে এবং রাতে দুই দফায় কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ড হিমন্তবিশ্ব শর্মা ও সুনীল দেওধর৷ পরিবর্তনের লক্ষ্যে ভোট বিভাজন আটকানো খুবই জরুরী তা গোপালবাবুকে বোঝানো হচ্ছে৷ তবে, বিজেপির আবেদনে এখনো সাড়া দেননি গোপলবাবু৷ সূত্রের দাবি, বিজেপির ডাকে সাড়া দিতে দোটানায় পড়েছেন কংগ্রেসের এই বিধায়ক৷