নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): অধিবেশন চলাকালীন বিরোধীদের সংসদ অচল করার প্রসঙ্গে নিজের অসন্তোষ চেপে রাখতে পারলেন না প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই বিষয়ে তিনি বলেন, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি সংসদ অচল করলে তা এই দেশের মানুষের প্রতি যে দায়বদ্ধতা তার প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি মনে করেন, সংসদের প্রতিটা সাংসদ জনগণের কাছে ঋণী। কারণ তাদের জিতে আসতে গেলে জনগণের কাছে ভোট চাইতে হয়। বিরোধীরা সংসদ অচল করলে আদতে লাভ সরকার পক্ষে বলে মনে করেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার আগে প্রায় চার দশকের সংসদ জীবন অতিবাহিত করেছেন প্রণব মুখোপাধ্যায়। কখনও বিরোধী বেঞ্চে বসে দক্ষ ভাবে সরকার পক্ষের ত্রুটি তুলে ধরেছিলেন তিনি। আবার কেন্দ্রীয়মন্ত্রী হয়ে নিজের বাগ্মিতা দিয়ে গোটা সদনকে মোহিত করে রেখেছিলেন তিনি। এর জন্য দেশের সমস্ত রাজনৈতিক দলের শ্রদ্ধা পেয়েছেন তিনি। প্রণব মুখোপাধ্যায়ের মতে সংসদের অধিবেশনে কোনও ব্যাঘাত হলে আদতে ক্ষতিগ্রস্ত হবে বিরোধীরা। এতে সুবিধে হবে সরকার পক্ষের। সংসদ অচল হওয়া বিষয়টিকে ‘সরকারের সাহায্যকারী হাত’ হিসেবে চিহ্নিত করেন প্রাক্তন রাষ্ট্রপতি।
উল্লেখ্য, তিন তালাক বিল এবং আরও একাধিক সাম্প্রতিক ইস্যুতে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলগুলির হট্টগোলের জেরে শীতকালীন অধিবেশন বারবার মুলতুবি করে দিতে বাধ্য হয়েছেন লোকসভার অধ্যক্ষা এবং রাজ্যসভার চেয়ারম্যান। সেই প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি এই মন্তব্য করেছেন বলে সূত্রে দাবি।