নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির কাছ থেকে ৫৮৫ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে কাস্টমস বিভাগের আধিকারিরা।
প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে ইতালির রাজধানী রোম থেকে এক ব্যক্তি বিমানে করে দিল্লি পৌঁছন। তার হাত ব্যাগে তল্লাশি চালিয়ে ৫৮৫ গ্রাম সোনা বাজেয়াপ্ত করে কাস্টমসের আধিকারিকরা। ভারতীয় মুদ্রায় এই সোনার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে। ধৃতকে জেরা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনও চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিল্লিতে কার কাছে এই সোনা পাচার করার জন্য ওই ব্যক্তি নিয়ে যাচ্ছিল তাও খতিয়ে দেখছে প্রশাসন।