নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ খোয়াই বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআইএম নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছেন৷ প্রাক্তন ছাত্র নেতা নির্ম ল বিশ্বাসকে প্রার্থী করেছে পার্টি৷ সিপিআইএম এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, এই কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দত্ত অসুস্থ হয়ে পড়েছেন৷ তিনি নির্বাচনী লড়াইয়ে অপারগ বলেও জানিয়ে দিয়েছেন৷ তিনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এই অবস্থায় প্রাক্তন ছাত্র নেতা নির্মল বিশ্বাসকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে৷ নির্মল বিশ্বস ইতোপূর্বে এসএফআই এর রাজ্য সম্পাদক ছিলেন এবং বর্তমানে তিনি সিপিআইএম এর জেলা কমিটির সদস্য৷
এদিকে সিপিএমের তরফে জানানো হয়েছে বিশ্বজিৎ দত্ত গত পরশু বিকেল থেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ আজ দুপুরে সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দাশ হাসাপাতালে তাকে দেখতে গেলে বিশ্বজিত দত্ত জানান তাঁকে আরও কিছু হাসাপাতালে চিকিৎসাধীন থাকতে হবে৷